ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩০১
সিয়াম অবস্থায় স্বপ্নস্খলন ও রক্তপাত বা রক্তমোক্ষণ করা
(১৩০১) আনাস ইবন মালিক রা. বলেন, সর্বপ্রথম আমি সিয়ামরত অবস্থায় রক্তমোক্ষণ অপছন্দ করতাম; কারণ জা'ফর ইবন আবী তালিব রক্তমোক্ষণ সিয়ামরত অবস্থায় করান। তখন নবী (ﷺ) তার নিকট দিয়ে গমন করেন। তিনি বলেন, এরা দুইজন (রক্তমোক্ষণকারী এবং রক্তমোক্ষণকৃত) সিয়াম ভেঙ্গে ফেলেছে। এরপর নবী (ﷺ) পরবর্তীতে সিয়াম পালনকারীর জন্য রক্তমোক্ষণের অনুমতি প্রদান করেন। আনাস রা. সিয়াম পালনরত অবস্থায় রক্তমোক্ষণ করাতেন।
عن أنس بن مالك رضي الله عنه قال: أول ما كرهت الحجامة للصائم أن جعفر بن أبي طالب إحتجم وهو صائم فمر به النبي صلى الله عليه وسلم فقال: أفطر هذان ثم رخص النبي صلى الله عليه وسلم بعد في الحجامة للصائم وكان أنس يحتجم وهو صائم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩০১ | মুসলিম বাংলা