ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩০০
সিয়াম অবস্থায় স্বপ্নস্খলন ও রক্তপাত বা রক্তমোক্ষণ করা
(১৩০০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি বিষয় সিয়াম পালনকারীর সিয়াম ভাঙ্গবে না: বমি, রক্তমোক্ষণ এবং স্বপ্নস্খলন।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: ثلاثة لا يفطرن الصائم: القيء والحجامة والاحتلام
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩০০ | মুসলিম বাংলা