ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩০২
সিয়াম অবস্থায় স্বপ্নস্খলন ও রক্তপাত বা রক্তমোক্ষণ করা
(১৩০২) তাবিয়ি সাবিত বুনানি বলেন, আনাস ইবন মালিক রা.কে জিজ্ঞাসা করা হয়, (রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে) আপনারা কি সিয়ামরত অবস্থায় রক্তমোক্ষণ করা অপছন্দ করতেন। তিনি বলেন, না, কিন্তু দূর্বলতার কারণে (দুর্বলতা সৃষ্টি করতে পারে বুঝলে অপছন্দ করা হত)।
عن ثابت البناني قال: سئل أنس بن مالك رضي الله عنه أكنتم تكرهون الحجامة للصائم (على عهد النبي صلى الله عليه وسلم)؟ قال لا، إلا من أجل الضعف
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৩০২ | মুসলিম বাংলা