ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১২৮৫
ফরয সিয়ামের ক্ষেত্রে ফজরের পরে সিদ্ধান্তগ্রহণ
(১২৮৫) আব্দুর রহমান ইবন মাসলামা তার চাচা থেকে বর্ণনা করেছেন, আসলাম গোত্রের মানুষেরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করলে তিনি তাদেরকে বলেন, তোমরা কি আজকের দিনে সিয়াম পালন করছ? তারা বলেন, না। তিনি বলেন, তাহলে তোমরা দিনের অবশিষ্ট অংশ সিয়াম পালন করো এবং এই দিনের জন্য কাযা সিয়াম পালন করবে।
عن عبد الرحمن بن مسلمة عن عمه أن أسلم أتت النبي صلى الله عليه وسلم فقال: صمتم يومكم هذا؟ قالوا لا قال فأتموا بقية يومكم وافضوه. قال أبو داؤد: يعني يوم عاشوراء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২৮৫ | মুসলিম বাংলা