ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১২৮৬
ফরয সিয়ামের ক্ষেত্রে ফজরের পরে সিদ্ধান্তগ্রহণ
(১২৮৬) আয়িশা রা. বলেন, জাহিলি যুগে কুরাইশ গোত্রের মানুষেরা আশুরার দিনে সিয়াম পালন করতেন। এবং রাসূলুল্লাহ (ﷺ)-ও এই দিনে সিয়াম পালন করতেন। তিনি যখন মদীনায় আগমন করলেন তখন তিনি আশুরার সিয়াম পালন করেন এবং এই সিয়াম পালনের নির্দেশ প্রদান করেন । যখন রামাদান মাসের সিয়াম ফরয করা হল তখন আশুরার দিন তিনি পরিত্যাগ করেন। তখন যে ইচ্ছা করত আশুরার সিয়াম পালন করত এবং যে ইচ্ছা করত তা পরিত্যাগ করত।
عن عائشة رضي الله عنها قالت: كان يوم عاشوراء تصومه قريش الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما قدم المدينة صامه وأمر في بصيامه فلما فرض رمضان ترك يوم عاشوراء فمن شاء صامه ومن شاء تركه
