ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১২৮৪
রোযার অধ্যায়
ফরয সিয়ামের ক্ষেত্রে ফজরের পরে সিদ্ধান্তগ্রহণ
(১২৮৪) সালামাহ ইবনুল আকওয়া' রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আসলাম গোত্রের একব্যক্তিকে নির্দেশ দেন যে, সে যেন মানুষদের মধ্যে ঘোষণা করে, যে ব্যক্তি ইতোমধ্যে খেয়েছে সে যেন বাকি দিন সিয়াম পালন করে। আর যে এখনো খায় নি সে যেন আজ সিয়াম পালন করে। কারণ আজ আশুরার দিন।
كتاب الصيام
عن سلمة بن الأكوع رضي الله عنه قال: أمر النبي صلى الله عليه وسلم رجلا من أسلم أن أذن في الناس أن من كان أكل فليصم بقية يومه ومن لم يكن أكل فليصم فإن اليوم يوم عاشوراء
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)