ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১২৮১
রামাদান মাসের আগে থেকেই সিয়াম শুরু করা
(১২৮১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা রামাদান মাসের একদিন বা দুইদিন আগে সিয়াম পালন ( শুরু) করবে না। তবে যদি কেউ কোনো নিয়মিত সিয়াম পালন করতে অভ্যস্ত হয় তাহলে সে তার নিয়মিত সিয়াম পালন করবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا تقدموا رمضان بصوم يوم ولا يومين إلا رجل كان يصوم صوما فليصمه
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১২৮১ | মুসলিম বাংলা