ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১২৮২
রামাদান মাসের আগে থেকেই সিয়াম শুরু করা
(১২৮২) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শা'বান মাসকে রামাদান মাসের সাথে মিলিয়ে দিতেন (শাবানের সিয়াম পালন করতে করতে রামাদানের সিয়াম শুরু করতেন। এভাবে দুইমাস একটানা সিয়াম পালন করতেন)।
عن أبي أمامة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يصل شعبان برمضان
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২৮২ | মুসলিম বাংলা