ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১২৮০
সন্দেহের দিনে সিয়াম পালন
(১২৮০) তাবিয়ি আব্দুল্লাহ ইবন আবু মুসা বলেন, আমি আয়িশা রা.কে জিজ্ঞাসা করলাম, যে দিনটি রামাদান কিনা মতভেদ হচ্ছে সেই দিনে কী করতে হবে? তিনি বলেন, শা'বান মাসের একটি দিনে সিয়াম পালন করা আমার কাছে রামাদান মাসের একটি দিনে সিয়াম ভাঙ্গার চেয়ে বেশী প্রিয়। (অর্থাৎ সেই দিনটি সিয়াম পালন করা আমার কাছে বেশী প্রিয়)।
عن عبد الله بن أبي موسى قال: سألت عائشة رضي الله عنها عن اليوم الذي يختلف فيه من رمضان فقالت لأن أصوم يوما من شعبان أحب إلي من أن أفطر يوما من رمضان
