ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২৫৩
মুহাম্মাদ (ﷺ) এর বংশধরের জন্য যাকাত বৈধ নয় । বনু হাশিম ও বনু মুত্তালিবও এদের মধ্যে
(১২৫৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (তাঁর বংশের মানুষদেরকে) বলেছেন, মানুষের হাত ধোয়া পানি আমি তোমাদের জন্য পছন্দ করি নি । যুদ্ধলব্ধ সম্পদের এক পঞ্চমাংশের একপঞ্চমাংশই তোমাদের জন্য যথেষ্ট।
عن ابن عباس رضي الله عنه مرفوعا: رغبت لكم عن غسالة أيدي الناس إن لكم من خمس الخمس لما يغنيكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২৫৩ | মুসলিম বাংলা