ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২৫৪
মুহাম্মাদ (ﷺ) এর বংশধরের জন্য যাকাত বৈধ নয় । বনু হাশিম ও বনু মুত্তালিবও এদের মধ্যে
(১২৫৪) জুবাইর ইবন মুতয়িম রা. বলেন, আমি ও উসমান ইবন আফফান রা. রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হেঁটে গেলাম। আমরা বললাম, আপনি বনু মুত্তালিব বংশের মানুষদেরকে খাইবারের একপঞ্চমাংশ থেকে প্রদান করলেন কিন্তু আমাদেরকে বাদ দিলেন। অথচ আমরা সকলেই আপনার সাথে আত্মীয়তার ক্ষেত্রে একই পর্যায়ের। তখন তিনি বলেন, বনু হাশিম ও বনু মুত্তালিব একই বিষয়। জুবাইর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বনু আব্দু শামস ও বনু নাওফাল গোত্রের মানুষের যুদ্ধলব্ধ সম্পদের একপঞ্চমাংশ থেকে কিছু বণ্টন করে দেন নি।
عن جبير بن مطعم رضي الله عنه قال: مشيت أنا وعثمان بن عفان إلى النبي صلى الله عليه وسلم فقلنا أعطيت بني المطلب من خمس خيبر وتركتنا ونحن بمنزلة واحدة منك فقال إنّما بنو هاشم وبنو المطلب شيء واحد قال جبير ولم يقسم النبي صلى الله عليه وسلم لبني عبد شمس وبني نوفل شيئا
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১২৫৪ | মুসলিম বাংলা