ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২৫২
মুহাম্মাদ (ﷺ) এর বংশধরের জন্য যাকাত বৈধ নয় । বনু হাশিম ও বনু মুত্তালিবও এদের মধ্যে
(১২৫২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুহাম্মাদের (ﷺ) বংশধর যাকাত ভক্ষণ করে না।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إن آل محمد صلى الله عليه وسلم لا يأكلون الصدقة
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন