ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২৫১
মুহাম্মাদ (ﷺ) এর বংশধরের জন্য যাকাত বৈধ নয় । বনু হাশিম ও বনু মুত্তালিবও এদের মধ্যে
(১২৫১) আব্দুল মুত্তালিব ইবন রাবীআ ইবন হারিস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুহাম্মাদের বংশের জন্য যাকাত গ্রহণ উচিত নয় । যাকাতের সম্পদ তো মানুষের (সম্পদের) আবর্জনা । দ্বিতীয় বর্ণনায়: মুহাম্মাদ (ﷺ) ও তাঁর বংশের জন্য যাকাত বৈধ নয়।
عن عبد المطلب بن ربيعة بن الحارث رضي الله عنه مرفوعا: إن الصدقة لا تنبغي لآل محمد إنما هي أوساخ الناس. وإنها لا تحل لمحمد ولا لآل محمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২৫১ | মুসলিম বাংলা