ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২৪৪
গমে সদাকাতুল ফিতরের পরিমাণ
(১২৪৪) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি তার অধীনস্থ প্রত্যেক মানুষ, ছোট হোক বা বড় হোক, স্বাধীন হোক বা ক্রীতদাস হোক, এমনকি যদি খ্রিস্টানও হয়, তাহলেও তাদের প্রত্যেকের পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করতেন দুই মুদ্দ (অর্ধ সা') গম অথবা এক সা' খেজুর।
عن أبي هريرة رضي الله عنه موقوفا: كان يخرج زكاة الفطر عن كل إنسان يعول من صغير وكبير حر أو عبد ولو كان نصرانيا مدين من قمح أو صاعا من تمر
