ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২৪৩
গমে সদাকাতুল ফিতরের পরিমাণ
(১২৪৩) তাবিয়ি হাসান বাসরি বলেন, ইবন আব্বাস রা. শেষ রমাযানে বাসরার (মসজিদের) মিম্বরের উপরে খুতবা (বক্তৃতা ) প্রদান করেন । তখন তিনি বলেন, তোমরা তোমাদের সিয়ামের সাদকা (ফিতরা) প্রদান করো...। হাদীসের শেষে রয়েছে, ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই সাদকা (ফিতরা) ফরয করেছেন এক সা' খেজুর অথবা যব, অথবা অর্ধ সা' গম, প্রত্যেক স্বাধীন বা পরাধীন ছোট বা বড় পুরুষ বা নারীর উপর।
عن الحسن قال: خطب ابن عباس رضي الله عنهما في آخر رمضان على منبر البصرة فقال: أخرجوا صدقة صومكم... فذكر الحديث وفيه: فرض رسول الله صلى الله عليه وسلم هذه الصدقة صاعا من تمر أو شعير أو نصف صاع من قمح على كل حر أو مملوك ذكر أو أنثى صغير أو كبير
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২৪৩ | মুসলিম বাংলা