ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২৪২
গমে সদাকাতুল ফিতরের পরিমাণ
(১২৪২) আসমা বিনতু আবু বাকর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আমরা যাকাতুল ফিতর আদায় করতাম দুই মুদ্দ গম দিয়ে।
عن أسماء بنت أبي بكر رضي الله عنها قالت: كنا نؤدي زكاة الفطر على عهد رسول الله صلى الله عليه وسلم مدين من قمح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২৪২ | মুসলিম বাংলা