ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২৪১
 যাকাতের অধ্যায়
গমে সদাকাতুল ফিতরের পরিমাণ
(১২৪১) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব (৯৩ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যাকাতুল ফিতর (ফিতরা) ফরয করেছেন দুই মুদ্দ (অর্ধ সা') গম।
كتاب الزكاة
عن سعيد بن المسيب قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر مدين من حنطة
হাদীসের ব্যাখ্যা:
দুই মুদ্দ বা অর্ধ সা' গম বা আটা ফিতরা প্রদান বিষয়ক অনুরূপ মতামত তাহাবি আবু বাকর রা., উমার রা., উসমান রা. ও আলী রা. থেকে তাদের মতামত হিসাবে সঙ্কলিত করেছেন।