ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২৪১
গমে সদাকাতুল ফিতরের পরিমাণ
(১২৪১) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব (৯৩ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যাকাতুল ফিতর (ফিতরা) ফরয করেছেন দুই মুদ্দ (অর্ধ সা') গম।
عن سعيد بن المسيب قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر مدين من حنطة
হাদীসের ব্যাখ্যা:
দুই মুদ্দ বা অর্ধ সা' গম বা আটা ফিতরা প্রদান বিষয়ক অনুরূপ মতামত তাহাবি আবু বাকর রা., উমার রা., উসমান রা. ও আলী রা. থেকে তাদের মতামত হিসাবে সঙ্কলিত করেছেন।
