ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২৪০
যাকাতের অধ্যায়
সাদাকাতুল ফিতর বা ফিতরার পরিমাণ এবং কাদের জন্য প্রদেয়
(১২৪০) আবু সায়ীদ খুদরি রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে ঈদুল ফিতরের দিনে এক সা' পরিমাণ খাদ্য প্রদান করতাম (ফিতরা হিসাবে) । এবং আবু সায়ীদ বলেন, তখন আমাদের খাদ্য ছিল যব, কিসমিস, পনির এবং খেজুর ।
كتاب الزكاة
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: كنا نخرج في عهد رسول الله صلى الله عليه وسلم يوم الفطر صاعا من طعام وقال أبو سعيد وكان طعامنا الشعير والزبيب والأقط والتمر