ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২৩৪
যাকাত সংগ্রহের আদব
(১২৩৪) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি আব্দুল্লাহ ইবন আমর রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমদের যাকাত তাদের পানির নিকট থেকে অথবা তাদের বাড়ির আঙ্গিনা থেকে গ্রহণ করা হবে।
عن عمرو بن شعيب عن أبيه عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال: تؤخذ صدقات المسلمين عند مياههم أو عند أفنيتهم
