ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২৩৩
যাকাতের অধ্যায়
যাকাত সংগ্রহের আদব
(১২৩৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মরুবাসী যাযাবর বেদুঈনদের যাকাত তারা যে সকল পানির ঝর্ণা বা পুকুরে একত্র হন সেখান থেকে গ্রহণ করতে হবে এবং তাদের বাড়ির আঙ্গিনা থেকে গ্রহণ করতে হবে।
كتاب الزكاة
عن عائشة رضي الله عنها مرفوعا: تؤخذ صدقة أهل البادية على مياههم وبأفنيتهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান