ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২৩২
যাকাতের অধ্যায়
আম্বারের (ambergis, sperm whale, cachalot) যাকাত
(১২৩২) ইবন আব্বাস রা. বলেন, আম্বারে কিছুই নেই।
كتاب الزكاة
عن ابن عباس رضي الله عنهما: لا شيء في العنبر
হাদীসের তাখরীজ (সূত্র):
(বাইহাকি, ইবন আবী শাইবা ও আবু উবাইদ সহীহ সনদে। ইবন আব্বাসের মতটি বুখারি তা'লীক হিসাবে উল্লেখ করেছেন। আবু উবাইদ এর বিপরীত মত উমার রা. থেকে সঙ্কলিত করেছেন এবং দুর্বল বলে উল্লেখ করেছেন)। [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস- ৭৫৯৩; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১০০৫৮; ও আবু উবাইদ, কিতাবুল আমওয়াল, হাদীস-৮৮৫]