ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২৩১
মুক্তো ও মূল্যবান পাথরের যাকাত
(১২৩১) তাবিয়ি ইকরিমা থেকে বর্ণিত, তিনি বলেন, মুক্তো বা জমরদ পাথর যদি ব্যবসার জন্য না হয় (শুধু ব্যবহারের জন্য হয়) তাহলে তাতে কোনো যাকাত নেই। আর যদি তা ব্যবসায়ের জন্য হয় তাহলে তাতে যাকাত দিতে হবে।
عن عكرمة قال: ليس في حجر اللؤلؤ ولا حجرالزمرد زكاة إلا أن يكونا لتجارة فإن كانا لتجارة ففيهما زكاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২৩১ | মুসলিম বাংলা