ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২৩০
মুক্তো ও মূল্যবান পাথরের যাকাত
(১২৩০) ইবন উমার** রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পাথরে কোনো যাকাত নেই ।
عن ابن عمر رضي الله عنه مرفوعا: لا زكاة في حجر
tahqiqতাহকীক:তাহকীক চলমান