ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২৩০
যাকাতের অধ্যায়
মুক্তো ও মূল্যবান পাথরের যাকাত
(১২৩০) ইবন উমার** রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পাথরে কোনো যাকাত নেই ।
كتاب الزكاة
عن ابن عمر رضي الله عنه مرفوعا: لا زكاة في حجر

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন আদি যয়ীফ সনদে)। [ইবন আদি, আল কামিল ৬/৪২; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস ৭৫৯o]

[গ্রন্থকারের উদ্ধৃতিতে হাদীসটির বর্ণনাকারী সাহাবির নাম ইবন উমার রা.। তবে ইবন আদির আল কামিল, বাইহাকির আস সুনানুল কুবরা, ইবন হাজারের আত তালখীসুল হাবীর ও যাইলায়ির নাসবুর রায়াহ প্রভৃতি গ্রন্থে রয়েছে 'আমর ইবন শুআইব তার পিতা থেকে তিনি তার দাদা থেকে...'। সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান