ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২৩৫
যাকাত সংগ্রহের আদব
(১২৩৫) আমর ইবন শুআইব তাঁর পিতা থেকে, তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাকাত গ্রহণের জন্য যাকাতের সম্পদ বা পশু বিভিন্ন স্থান থেকে নিয়ে এসে একত্র করা যাবে না। আবার যাকাত প্রদানের ভয়ে একত্র সম্পদ বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন করা যাবে না। যাকাত প্রদানকারীদের নিজনিজ বাড়ি ছাড়া অন্য কোথাও থেকে যাকাত গ্ৰহণ করা হবে না। (যাকাত গ্রহণে সংগ্রাহকের সুবিধার জন্য প্রদানকারীদেরকে কষ্ট দেওয়া যাবে না। বরং সংগ্রাহক নিজে কষ্ট করে প্রত্যেকের বাড়িতে গিয়ে যাকাত সংগ্রহ করবেন)।
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: لا جلب ولا جنب ولا تؤخذ صدقاتهم إلا في دوريم
