ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২২৬
খনিজদ্রব্য, গুপ্তধন বা মাটির নিচ থেকে উঠানো সম্পদের বিধান
(১২২৬) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. থেকে বলেন, একব্যক্তি কিছু গুপ্তধন পায় । রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি যদি এই গুপ্তধন কোনো আবাসিক পল্লি বা গ্রামের মধ্যে অথবা কোনো ব্যবহৃত রাস্তার মধ্যে পেয়ে থাক তাহলে তুমি তা ঘোষণা করে দাও ও মালিকের খোঁজ করো। আর যদি তুমি তা জাহিলি যুগের কোনো পরিত্যাক্ত এলাকায় অথবা কোনো বসতিবিহীন গ্রামে বা অব্যবহৃত রাস্তায় পেয়ে থাক তাহলে তাতে এবং খনিজ সম্পদে এক পঞ্চমাংশ প্রদান করতে হবে।
عن عمرو بن شعيب عن أبيه عن جده عبد الله بن عمرو أنّ رسول الله صلى الله عليه وسلم قال في كنز وجده رجل: إن كنت وجدته في قرية مسكونة أو في سبيل ميتاء فعرفه وإن كنت وجدته في خربة جاهلية أو في قرية غير مسكونة أو غير سبيل ميتاء ففيه وفي الركاز الخمس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২২৬ | মুসলিম বাংলা