ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২২৭
 যাকাতের অধ্যায়
খনিজদ্রব্য, গুপ্তধন বা মাটির নিচ থেকে উঠানো সম্পদের বিধান
(১২২৭) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পরিত্যাক্ত বা উজাড় স্থানে যা পাওয়া যাবে এবং খনি বা মাটির নিচ থেকে প্রাপ্ত সম্পদের একপঞ্চমাংশ প্রদান করতে হবে।
كتاب الزكاة
عن عبد الله بن عمرو ابن العاص رضي الله عنه مرفوعا: ما كان في الخراب يعني ففيها وفي الركاز الخمس