ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২২৫
খনিজদ্রব্য, গুপ্তধন বা মাটির নিচ থেকে উঠানো সম্পদের বিধান
(১২২৫) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট স্বর্ণের একটি পিণ্ড আনয়ন করা হয়। এই পিণ্ডটিই ছিল আমাদের একটি খনি থেকে আসা প্রথম যাকাত।
عن ابن عمر رضي الله عنهما قال: أتي النبي صلى الله عليه وسلم بقطعة من ذهب كانت أول صدقة جاءته من معدن لنا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২২৫ | মুসলিম বাংলা