ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২২৪
খনিজদ্রব্য, গুপ্তধন বা মাটির নিচ থেকে উঠানো সম্পদের বিধান
(১২২৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কূপের ক্ষত-আঘাত ক্ষতিপূরণহীন। খনির ক্ষত-আঘাত ক্ষতিপূরণহীন । জীব জানোয়ারের ক্ষত-আঘাত ক্ষতিপূরণহীন । গুপ্তধন বা খনিজ সম্পদ বা মাটির নিচ থেকে প্রাপ্ত সম্পদের এক পঞ্চমাংশ (যাকাত হিসাবে) প্রদান করতে হবে ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: البئر جرحها جبار والمعدن جرحه جبار والعجماء جرحها جبار وفي الركاز الخمس

হাদীসের ব্যাখ্যা:

স্বাভাবিকভাবে ব্যবহারের জন্য খননকৃত কূপের মধ্যে পতিত হয়ে বা অন্য কোনোভাবে কেউ আঘাত পেলে কূপ খননকারীকে বা কূপের মালিককে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। অনুরূপভাবে খনি ও চারণভূমিতে পালিত পশুর বিধান । (অনুবাদক)

আরবিতে 'রিকায' শব্দ ব্যবহার করা হয়েছে। এর আভিধানিক অর্থ 'মাটির মধ্যে প্রোথিত বা অবস্থিত। রিকায শব্দের ব্যবহারিক অর্থের বিষয়ে ফকীহগণ মতভেদ করেছেন। মক্কা-মদীনার ফকীহগণের মতে রিকায় অর্থ গুপ্তধন বা মাটির নিচে পুতে রাখা সম্পদ। আর কুফা ও ইরাকের ফকীহগণের মতে রিকায অর্থ খনিজ সম্পদ গ্রন্থকার রাহ, দ্বিতীয় মতের পক্ষে বিভিন্ন বর্ণনা উল্লেখ করেছেন। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন