ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২২৪
খনিজদ্রব্য, গুপ্তধন বা মাটির নিচ থেকে উঠানো সম্পদের বিধান
(১২২৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কূপের ক্ষত-আঘাত ক্ষতিপূরণহীন। খনির ক্ষত-আঘাত ক্ষতিপূরণহীন । জীব জানোয়ারের ক্ষত-আঘাত ক্ষতিপূরণহীন । গুপ্তধন বা খনিজ সম্পদ বা মাটির নিচ থেকে প্রাপ্ত সম্পদের এক পঞ্চমাংশ (যাকাত হিসাবে) প্রদান করতে হবে ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: البئر جرحها جبار والمعدن جرحه جبار والعجماء جرحها جبار وفي الركاز الخمس
হাদীসের ব্যাখ্যা:
স্বাভাবিকভাবে ব্যবহারের জন্য খননকৃত কূপের মধ্যে পতিত হয়ে বা অন্য কোনোভাবে কেউ আঘাত পেলে কূপ খননকারীকে বা কূপের মালিককে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। অনুরূপভাবে খনি ও চারণভূমিতে পালিত পশুর বিধান । (অনুবাদক)
আরবিতে 'রিকায' শব্দ ব্যবহার করা হয়েছে। এর আভিধানিক অর্থ 'মাটির মধ্যে প্রোথিত বা অবস্থিত। রিকায শব্দের ব্যবহারিক অর্থের বিষয়ে ফকীহগণ মতভেদ করেছেন। মক্কা-মদীনার ফকীহগণের মতে রিকায় অর্থ গুপ্তধন বা মাটির নিচে পুতে রাখা সম্পদ। আর কুফা ও ইরাকের ফকীহগণের মতে রিকায অর্থ খনিজ সম্পদ গ্রন্থকার রাহ, দ্বিতীয় মতের পক্ষে বিভিন্ন বর্ণনা উল্লেখ করেছেন। (অনুবাদক)
আরবিতে 'রিকায' শব্দ ব্যবহার করা হয়েছে। এর আভিধানিক অর্থ 'মাটির মধ্যে প্রোথিত বা অবস্থিত। রিকায শব্দের ব্যবহারিক অর্থের বিষয়ে ফকীহগণ মতভেদ করেছেন। মক্কা-মদীনার ফকীহগণের মতে রিকায় অর্থ গুপ্তধন বা মাটির নিচে পুতে রাখা সম্পদ। আর কুফা ও ইরাকের ফকীহগণের মতে রিকায অর্থ খনিজ সম্পদ গ্রন্থকার রাহ, দ্বিতীয় মতের পক্ষে বিভিন্ন বর্ণনা উল্লেখ করেছেন। (অনুবাদক)
