ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২২৩
ব্যবসায়ের পণ্যের উশর ও কর
(১২২৩) আবু সাখরা মুহারিবি বলেন, তাকে যিয়াদ ইবন হুদাইর বলেছেন, উমার ইবনুল খাত্তাব রা. আমাকে 'আইন তামার' নামক স্থানে যাকাত সংগ্রাহক ইসাবে প্রেরণ করেন। তিনি আমাকে নির্দেশ দেন যে, মুসলিমগণ যে সকল মাল-সম্পদ ব্যবসায়ের জন্য আনা-নেওয়া করবে তা থেকে তিনি একদশমাংশের একচতুর্থাংশ (২.৫%), আহলে যিম্মাহদের (মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের) মাল-সম্পদ থেকে একদশমাংশের অর্ধেক (৫%) এবং হারবিদের (অমুসলিম দেশের অমুসলিম নাগরিকদের) থেকে একদশমাংশ (১০%) গ্রহণ করবেন।
عن أبي صخرة المحاربي عن زياد بن حدير قال: بعثني عمر بن الخطاب رضي الله عنه إلى عين التمر مصدقا فأمرني أن آخذ من المسلمين من أموالهم إذا اختلفوا بها للتجارة ربع العشر ومن أموال أهل الذمة نصف العشر ومن أموال أهل الحرب العشر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২২৩ | মুসলিম বাংলা