ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২১৯
বৃষ্টির পানিতে যা উৎপাদিত হবে তার উশর বা নিসফ উশর, কম হোক বা বেশী হোক
(১২১৯) আবু মুসা রা. ও মুআয রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে ইয়ামানে প্রেরণ করেন। দীর্ঘ হাদীসের মধ্যে তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁদেরকে বলেন, যব, গম, কিশমিশ ও খেজুর এই চার প্রকার ফল-ফসল ছাড়া আর কোনো ফসলের যাকাত গ্রহণ করবে না।
عن أبي موسى ومعاذ رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم بعثهما إلى اليمن فذكر الحديث وفيه مرفوعا: لا تأخذوا الصدقة إلا من هذه الأربعة: الشعير والحنطة والزبيب والتمر

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, যাকাত গ্রহণকারী সরকারিভাবে যাকাত সংগ্রহকালে এই চার প্রকার ফসল ছাড়া অন্য ফসলের যাকাত গ্রহণ করবেন না । এর অর্থ এই নয় যে, অন্য কোনো ফল-ফসলে যাকাত ফরয হবে না। নিচের হাদীস থেকে বোঝা যায় যে, জমির সকল উৎপাদনেরই যাকাত দিতে হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২১৯ | মুসলিম বাংলা