ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২১৮
বৃষ্টির পানিতে যা উৎপাদিত হবে তার উশর বা নিসফ উশর, কম হোক বা বেশী হোক
(১২১৮) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বৃষ্টির পানি, প্রবাহিত ঝর্ণার পানি বা মাটির স্বাভাবিক আর্দ্রতা থেকে (কোনো সেচ ব্যবস্থা ছাড়া) যে ফল বা ফসল উৎপাদিত হয়, সে ফল ও ফসলের একদশমাংশ (১০%) যাকাত হিসাবে প্রদান করতে হবে। আর সেচের মাধ্যমে যে ফল বা ফসল উৎপন্ন করা হয় তা থেকে একদশমাংশের অর্ধেক (২০ ভাগের একভাগ বা ৫%) যাকাত প্রদান করতে হবে।
عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: فيما سقت السماء والعيون أو كان عثريا العشر وما سقي بالنضح نصف العشر
