ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২১৯
 যাকাতের অধ্যায়
বৃষ্টির পানিতে যা উৎপাদিত হবে তার উশর বা নিসফ উশর, কম হোক বা বেশী হোক
(১২১৯) আবু মুসা রা. ও মুআয রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে ইয়ামানে প্রেরণ করেন। দীর্ঘ হাদীসের মধ্যে তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁদেরকে বলেন, যব, গম, কিশমিশ ও খেজুর এই চার প্রকার ফল-ফসল ছাড়া আর কোনো ফসলের যাকাত গ্রহণ করবে না।
كتاب الزكاة
عن أبي موسى ومعاذ رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم بعثهما إلى اليمن فذكر الحديث وفيه مرفوعا: لا تأخذوا الصدقة إلا من هذه الأربعة: الشعير والحنطة والزبيب والتمر
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, যাকাত গ্রহণকারী সরকারিভাবে যাকাত সংগ্রহকালে এই চার প্রকার ফসল ছাড়া অন্য ফসলের যাকাত গ্রহণ করবেন না । এর অর্থ এই নয় যে, অন্য কোনো ফল-ফসলে যাকাত ফরয হবে না। নিচের হাদীস থেকে বোঝা যায় যে, জমির সকল উৎপাদনেরই যাকাত দিতে হবে।