ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২২০
বৃষ্টির পানিতে যা উৎপাদিত হবে তার উশর বা নিসফ উশর, কম হোক বা বেশী হোক
(১২২০) তাবিয়ি উমার ইবন আব্দুল আযীয বলেন, ভূমি যা কিছু উৎপন্ন করবে তা কম হোক বা বেশী হোক তার উশর প্রদান করতে হবে।
أن يؤخذ مما أنبتت الأرض من قليل، أو كثير العشر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২২০ | মুসলিম বাংলা