ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২১৭
যাকাতের অধ্যায়
যাকাতের জন্য এক দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য গ্রহণ করা
(১২১৭) তাবিয়ি তাউস (১০৬ হি.) বলেন, মুআয রা. (১৮ হি.) ইয়ামানবাসীদেরকে বলেন, আমাকে যাকাত হিসাবে যব ও ভুট্টার পরিবর্তে কাপড় জাতীয় দ্রব্য এনে দাও, পশমি বা রেশমি ডোরাকাটা কাপড় বা পরিধেয় কাপড় দাও । এই ব্যবস্থা তোমাদের জন্য সহজতর এবং মদীনায় রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবিগণের জন্য উত্তম।
كتاب الزكاة
عن طاوس قال قال معاذ رضي الله عنه لأهل اليمن: ائتوني بعرض ثياب خميص أو لبيس في الصدقة مكان الشعير والذرة أهون عليكم وخير لأصحاب النبي صلى الله عليه وسلم بالمدينة

হাদীসের তাখরীজ (সূত্র):

(বুখারি তা'লীক হিসাবে সনদ ছাড়া। ইবন আবী শাইবা বর্ণনাটি সনদসহ সঙ্কলিত করেছেন। হাফিয ইবন হাজার বলেন, তা'লীকটির সনদ সহীহ, তবে সনদটি বিচ্ছিন্ন। তাউস মুআয রা.র জীবদ্দশায় তার থেকে কোনো হাদীস শিক্ষার সুযোগ পান নি)। [সহীহ বুখারি ২/১১৬; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১০৪৩৯]
tahqiqতাহকীক:তাহকীক চলমান