ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২১৬
বর্ষপূর্তির পূর্বে যাকাত আদায় করা
(১২১৬) আলী রা. বলেন, আব্বাস রা. যাকাত ফরয হওয়ার আগেই অগ্রীম যাকাত আদায় করার বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করেন। তিনি তাকে অগ্রীম যাকাত আদায়ের অনুমতি প্রদান করেন।
عن علي أن العباس رضي الله عنهما سأل رسول الله صلى الله عليه وسلم في تعجيل صدقته قبل أن تحل فرخص له في ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২১৬ | মুসলিম বাংলা