ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২১১
উট, গরু এবং মেষপালের যাকাতের নিসাবের বিস্তারিত বিবরণ
(১২১১) মুআয ইবন জাবাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে গরুর ক্ষেত্রে দুই নিসাবের মধ্যবর্তী সংখ্যার বিষয়ে কোনো প্রকার নির্দেশ দেন নি।
عن معاذ بن جبل رضي الله عنه قال: لم يأمرني رسول الله صلى الله عليه وسلم في أوقاص البقر شيئا
