ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২১০
যাকাতের অধ্যায়
উট, গরু এবং মেষপালের যাকাতের নিসাবের বিস্তারিত বিবরণ
(১২১০) মুআয ইবন জাবাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে ইয়ামানে প্রেরণ করেন। তখন তিনি তাকে আদেশ করেন যে, তিনি প্রতি ৩০ টি গরু থেকে একটি পূর্ণ একবছর বয়সী বাছুর গ্রহণ করবেন। আর প্রতি ৪০ টি গরুর জন্য একটি পূর্ণ দুইবছর বয়সী গরু গ্রহণ করবেন।
كتاب الزكاة
عن معاذ بن جبل رضي الله عنه قال: بعثه النبي صلى الله عليه وسلم إلى اليمن فأمره أن يأخذ من كل ثلاثين من البقر تبيعا أو تبيعة ومن كل أربعين مسنة

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ ও চার সুনান গ্রন্থ প্রণেতা । হাকিম ও ইবন হিব্বান হাদীসটি সহীহ বলেছেন) । [মুসনাদ আহমাদ, হাদীস-২২০১৩; সুনান আবু দাউদ, হাদীস-১৫৭৬; সুনান তিরমিযি, হাদীস-৬২৩; সুনান নাসায়ি, হাদীস-২৪৫২; সুনান ইবন মাজাহ, হাদীস-১৮০৩; সহীহ ইবন হিব্বান, হাদীস-৪৮৮৬; মুস্তাদরাক হাকিম, হাদীস-১৪৪৯]
tahqiqতাহকীক:তাহকীক চলমান