ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২০৯
উট, গরু এবং মেষপালের যাকাতের নিসাবের বিস্তারিত বিবরণ
(১২০৯) তাবি’-তাবিয়ি কাইস ইবন সা'দ বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমর ইবন হাযমকে যাকাত বিষয়ক যে নিয়মাবলি লিখে দেন তাতে ছিল, ‘যদি উটের সংখ্যা ৯০ পর্যন্ত পৌঁছায় তাহলে তাতে দুইটি উটনী দিতে হবে, যাদের বয়স ৩ বছর পূর্ণ হয়ে ৪ বছরে পড়েছে। ১২০ পর্যন্ত এই পরিমাণ। যখন ১২০ এর বেশী হবে তখন প্রতি ৫০ উটের জন্য একটি করে উটনী দিতে হবে যার বয়স তিন বছর পূর্ণ হয়ে ৪ বছর শুরু হয়েছে। এর অতিরিক্ত যা হবে তাতে উটের যাকাতের নিসাবের প্রথমে ফিরে যেতে হবে।
عن قيس بن سعد من كتابه صلى الله عليه وسلم الذي كتبه لعمرو بن حزم وفيه: فكان فيه أنها إذا بلغت تسعين ففيها حقتان إلى أن تبلغ عشرين ومائة. فإذا كانت أكثر من ذلك ففي كل خمسين حقة فما فضل فإنه يعاد إلى أول فريضة الإبل
