ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২১২
ব্যবসায়ের পণ্যের যাকাত
(১২১২) সামুরা ইবন জুনদুব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিতেন, বিক্রয়ের জন্য যা প্রস্তুত করা হয় তা থেকে যাকাত আদায় করতে।
عن سمرة بن جندب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يأمرنا أن نخرج الصدقة من الذي نعد للبيع.
