ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২০৮
উট, গরু এবং মেষপালের যাকাতের নিসাবের বিস্তারিত বিবরণ
(১২০৮) আলী রা. বলেন, উটের সংখ্যা ১২০ এর বেশী হলে নতুন করে নিসাবের হিসাব শুরু হবে।
عن علي رضي الله عنه قال: إذا زادت الإبل على عشرين ومائة يستقبل بها الفريضة

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এই কথাটি আলী রা.র কথা হলেও তা তার নিজস্ব মত নয়, বরং রাসূলুল্লাহ (ﷺ) তাকে যাকাতের নিয়মাবলি ও পরিমাপ বিষয়ক যে চিঠি লিখে দেন সেই চিঠি অনুসারে এই মত প্রদান করেছেন। বুখারি সঙ্কলিত একটি হাদীসে বর্ণিত হয়েছে, আলী রা. যাকাত বিষয়ক এই চিঠিটি উসমান রা.র নিকট প্রেরণ করেছিলেন এবং তাকে জানিয়েছিলেন যে, তা রাসূলুল্লাহ (ﷺ) এর যাকাতগ্রহণ পদ্ধতি, যেন তিনি তার যাকাত-সংগ্রাহকদের তদনুযায়ী যাকাত সংগ্রহ করতে বলেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২০৮ | মুসলিম বাংলা