ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২০৭
উট, গরু এবং মেষপালের যাকাতের নিসাবের বিস্তারিত বিবরণ
(১২০৭) তাবিয়ি সুমামাহ ইবন আব্দুল্লাহ ইবন আনাস বলেন, তার দাদা আনাস রা. তাকে বলেছেন, খলীফা আবু বাকর সিদ্দীক রা. যখন তাকে বাহরাইনে প্রশাসক হিসাবে প্রেরণ করেন তখন তাকে এই চিঠিটি লিখে দেন, 'বিসমিল্লাহির রহমানির রাহীম। এই হল যাকাতের পরিমাপ যা রাসূলুল্লাহ (ﷺ) নির্ধারিত করে দিয়েছেন মুসলিমগণের উপর এবং যে বিষয়ে আল্লাহ তাঁর রাসূলকে (ﷺ) আদেশ দিয়েছেন। মুসলিমগণের মধ্যে কারো কাছে যদি এই পরিমাপ অনুসারে সঠিকভাবে যাকাত চাওয়া হয় তাহলে তিনি তা প্রদান করবেন। আর যদি কারো কাছে এর বেশী চাওয়া হয় তাহলে তিনি তা দিবেন না।
২৪টি বা তার কম উটের জন্য মেষ দ্বারা যাকাত দিতে হবে। প্রতি ৫ টি উটের জন্য একটি ছাগি । উটের সংখ্যা ২৫ থেকে ৩৫ পর্যন্ত পৌঁছালে তার জন্য একটি পূর্ণ একবছর বয়সী উটনী। উটের সংখ্যা ৩৬ থেকে ৪৫ পর্যন্ত পৌছালে তার জন্য একটি উটনী দিতে হবে যার বয়স ২ বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পড়েছে । যখন উটের সংখ্যা ৪৬ থেকে ৬০ হবে তখন তাতে একটি উটনী দিতে হবে যার বয়স ৩ বছর পূর্ণ হয়ে চতুর্থ বছরে পড়েছে, যা উটের সাথে মিলিত হতে পারে। উটের সংখ্যা ৬১ থেকে ৭৫ পর্যন্ত হলে তার জন্য একটি উটনী দিতে হবে যার বয়স ৪ বছর পূর্ণ হয়ে পঞ্চম বছরে পড়েছে। যখন উটের সংখ্যা ৭৬ থেকে ৯০ হবে তখন তার জন্য দুইটি উটনী দিতে হবে। যাদের বয়স দুই বৎসর পূর্ণ হয়েছে এবং তৃতীয় বছরে পড়েছে উটের সংখ্যা ৯১ থেকে ১২০ পর্যন্ত পৌঁছালে তখন তাতে দুইটি উটনী দিতে হবে যাদের বয়স ৩ বছর পূর্ণ হয়ে চতুর্থ বছরে পড়েছে, যারা উটের সাথে মিলিত হতে পারে । উটের সংখ্যা ১২০ এর বেশী হলে প্রতি ৪০ উটের জন্য একটি পূর্ণ এক বছর বয়সী উটনী এবং প্রতি ৫০ টির জন্য পূর্ণ ২ বৎসর বয়সী উটনী। যদি কারো কাছে শুধুমাত্র ৪ টি উট থাকে তাহলে সেগুলোর জন্য কোনো যাকাত নেই তবে সেগুলোর মালিক যদি স্বেচ্ছায় কিছু দান করেন তা করতে পারেন । যখন উটের সংখ্যা ৫ হবে তখন তার জন্য একটি ছাগি ।
বিচরণশীল মেষপালের যাকাতের পরিমাপ হল, যখন তার সংখ্যা ৪০ থেকে ১২০ হবে তখন তাতে একটি ছাগি । ছাগির সংখ্যা এর বেশী হলে ১২০ থেকে ২০০ পর্যন্ত দুইটি ছাগি । এর বেশী হলে ২০০ থেকে ৩০০ পর্যন্ত ৩টি ছাগি। ৩০০ এর বেশী হলে প্রতি ১০০ এর জন্য একটি ছাগি । যদি কারো বিচরণশীল মেষপালের সংখ্যা ৪০ এর একটিও কম হয় তাহলে তাতে কোনো যাকাত নেই । তবে যদি মালিক স্বেচ্ছায় কিছু দান করেন ।
রৌপ্যের ক্ষেত্রে যাকাতের পরিমাণ একদশমাংশের একচতুর্থাংশ (২.৫%)। যদি কারো কাছে ১৯০ দিরহাম থাকে তাহলে তাতে কোনো যাকাত নেই । তবে যদি মালিক ইচ্ছা করে কিছু প্রদান করেন'।
عن ثمامة بن عبد الله بن أنس أن أنسا رضي الله عنه حدثه أنّ أبا بكر رضي الله عنه كتب له هذا الكتاب لما وجهه إلى البحرين: بسم الله الرحمن الرحيم هذه فريضة الصدقة التي فرض رسول الله صلى الله عليه وسلم على المسلمين والتي أمر الله بها رسوله فمن سئلها من المسلمين على وجهها فليعطها ومن سئل فوقها فلا يعط. في أربع وعشرين من الإبل فما دونها من الغنم من كل خمس شاة إذا بلغت خمسا وعشرين إلى خمس وثلاثين ففيها بنت مخاض أنثى فإذا بلغت ستا وثلاثين إلى خمس وأربعين ففيها بنت لبون أنثى فإذا بلغت ستا وأربعين إلى ستين ففيها حقة طروقة الجمل فإذا بلغت واحدة وستين إلى خمس وسبعين ففيها جذعة. فإذا بلغت يعني ستا وسبعين إلى تسعين ففيها بنتا لبون فإذا بلغت إحدى وتسعين إلى عشرين ومائة ففيها حقتان طروقتا الجمل فإذا زادت على عشرين ومائة ففي كل أربعين بنت لبون وفي كل خمسين حقة ومن لم يكن معه إلا أربع من الإبل فليس فيها صدقة إلا أن يشاء ربها فإذا بلغت خمسا من الإبل ففيها شاة. وفي صدقة الغنم في سائمتها إذا كانت أربعين إلى عشرين ومائة شاة فإذا زادت على عشرين ومائة إلى مائتين شاتان فإذا زادت على مائتين إلى ثلاث مائة ففيها ثلاث شياه فإذا زادت على ثلاث مائة ففي كل مائة شاة فإذا كانت سائمة الرجل ناقصة من أربعين شاة واحدة فليس فيها صدقة إلا أن يشاء ربها. وفي الرقة ربع العشر فإن لم تكن إلا تسعين ومائة فليس فيها شيء إلا أن يشاء ربها
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১২০৭ | মুসলিম বাংলা