ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১১৯৪
স্বর্ণ ও রৌপ্যের যাকাতের নিসাব এবং নিসাবের মধ্যবর্তী সম্পদের যাকাত
(১১৯৪) আলী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমার ২০০ দিরহাম (রৌপ্যমুদ্রা: ৬০০ গ্রাম রূপা) থাকে এবং তাতে বছর পূর্ণ হয় তাহলে তাতে ৫ দিরহাম ( ২.৫% বা ১৫ গ্রাম রূপা) যাকাত ফরয হবে। স্বর্ণের ক্ষেত্রে তোমাকে কোনো যাকাত দিতে হবে না, যতক্ষণ না তুমি ২০ দীনারের মালিক হও। যখন তোমার নিকট ২০ দীনার (৮৫ গ্রাম স্বর্ণ) থাকে এবং তাতে বছর পূর্ণ হয় তাহলে তা থেকে অর্ধদীনার যাকাত প্রদান করতে হবে। এর বেশী যা হবে তা থেকে এই হিসাবে দিতে হবে।
عن علي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: فإذا كانت لك مائتا درهم وحال عليها الحول ففيها خمسة دراهم وليس عليك شيء يعني في الذهب حتى يكون لك عشرون دينارا فإذا كان لك عشرون دينارا وحال عليها الحول ففيها نصف دينار فما زاد فبحساب ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১১৯৪ | মুসলিম বাংলা