ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১১৯৫
স্বর্ণ ও রৌপ্যের যাকাতের নিসাব এবং নিসাবের মধ্যবর্তী সম্পদের যাকাত
(১১৯৫) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা একদশমাংশের একচতুর্থাংশ (২.৫%) প্রদান করবে। প্রত্যেক চল্লিশ দিরহাম থেকে এক দিরহাম। দুইশত দিরহাম পূর্ণ হওয়ার আগে তোমাদের উপর কোনো কিছুই ফরয নয়। দুইশত দিরহাম পূর্ণ হলে তাতে ৫ দিরহাম এর উপরে যা বাড়বে তাতে এই হিসাবে।
عن علي رضي الله عنه مرفوعا: هاتوا ربع العشور من كل أربعين درهما درهم وليس عليكم شيء حتى تتم مائتي درهم فإذا كانت مائتي درهم ففيها خمسة دراهم فما زاد فعلى حساب ذلك

হাদীসের ব্যাখ্যা:

ইবন জারীর এই অর্থে একটি দীর্ঘ হাদীস উদ্ধৃত করেছেন এবং হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন। হাদীসটিতে অতিরিক্তি বলা হয়েছে, প্রত্যেক ২০ মিসকাল স্বর্ণে (৮৫ গ্রাম) অর্ধ মিসকাল। এর কমে কিছুই দিতে হবে না । ইবন আবী শাইবা তাবিয়ি মুহাম্মাদ বাকির (১১৫ হি.) থেকে সহীহ সনদে মুরসালভাবে সঙ্কলন করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন ৫ উকিয়া (৬০০ গ্রাম) রূপা হবে তখন তা থেকে ৫ দিরহাম দিতে হবে। এবং প্রত্যেক ৪০ দিরহামে এক দিরহাম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান