ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১১৯৩
‘পাঁচ ওয়াসাকের কম সম্পদে যাকাত নেই’ হাদীসের অর্থ
(১১৯৩) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) 'আরিয়া' ব্যবসা পদ্ধতিতে শুকনো খেজুরের বিনিময়ে গাছের কাঁচাপাকা খেজুর ক্রয়বিক্রয় করার অনুমতি দিয়েছেন এক ওয়াসাক (প্রায় ১৯৮ কিলোগ্রাম), দুই ওয়াসাক, তিন ওয়াসাক ও চার ওয়াসাকের মধ্যে । এবং তিনি বলেন, প্রত্যেক দশ কাঁদির মধ্য থেকে এককাদি মসজিদের মধ্যে দরিদ্রদের জন্য রাখা হবে।
عن جابر بن عبد الله رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رخص في العرية في الوسق والوسقين والثلاثة والأربعة وقال في كل عشرة أقناء قنو يوضع في المسجد للمساكين
