ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১১৯২
‘পাঁচ ওয়াসাকের কম সম্পদে যাকাত নেই’ হাদীসের অর্থ
(১১৯২) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পাঁচ উকিয়্যাহর (রৌপ্যের)১ কমে যাকাত নেই । এবং পাঁচটি উটের কমে যাকাত নেই । এবং পাঁচ ওয়াসাকের কমে (ফল-ফসলের)২ যাকাত নেই।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: ليس فيما دون خمس أواق صدقة وليس فيما دون خمس ذود صدقة وليس فيما دون خمس أوسق صدقة

হাদীসের ব্যাখ্যা:

অধিকাংশ ফকীহের মতে ফসলের যাকাতের নিসাব ৫ ওয়াসাক। এর কম ফসলে যাকাত দিতে হবে না। ইবরাহীম নাখয়ি, ইমাম আবু হানীফা ও কতিপয় ফকীহের মতে ফসলের যাকাতের কোনো নিসাব নেই । যত সামান্য ফসলই উৎপন্ন হোক তার যাকাত দিতে হবে। তবে ৫ ওয়াসাকের কম হলে রাষ্ট্রীয় যাকাত কোষাগারের জন্য নেওয়া হবে না। গ্রন্থাকার হাদীসের আলোকে বিষয়টি আলোচনা করেছেন। এবং ইমাম আবু হানীফার মত প্রমাণিত করেছেন। (অনুবাদক)

গ্রন্থকার বলেন, এই হাদীসের ব্যাখ্যা এই যে, উৎপন্ন ফল বা ফসল পাঁচ ওয়াসাকের কম হলে তা রাষ্ট্রীয় যাকাত-কোষাগারে জমা দিতে হবে না। পাঁচ ওয়াসাকের কম ফল ও ফসলের বিষয়টি বান্দা ও আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকবে। বান্দা নিজে তার যাকাত আদায় করবে। তৃতীয় হিজরি শতকের আলিম আবু উবাইদ কাসিম ইবন সাল্লাম হারাবি ( ২২৪ হি.) এই কথা বলেছেন। নিচের হাদীস থেকে এই বিষয়টি অনুমান করা যায় ।

আধুনিক পরিমাপের ক্ষেত্রে ৭০০ গ্রাম। কোনো কোনো আধুনিক গবেষকের মতে ৬০০ গ্রাম। (অনুবাদক)

প্রচলিত পরিমাপ অনুযায়ী ৯৯০ কিলোগ্রাম। ৪০ কিলোগ্রামে মণ ধরলে প্রায় ২৫ মণ। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১১৯২ | মুসলিম বাংলা