ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৬৭
মৃতের ভালো দিকগুলো উল্লেখ করা এবং খারাপ দিক থেকে চুপ থাকা
(১১৬৭) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মৃতদেরকে গালি দিবে না; কারণ তারা যে কর্ম করেছিল সেগুলোর কাছে তারা পৌঁছে গিয়েছে ।
عن عائشة رضي الله عنها مرفوعا: لا تسبوا الأموات فإنهم قد أفضوا إلى ما قدموا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১১৬৭ | মুসলিম বাংলা