ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৬৬
গাল চাপড়ানো ও জাহিলি পথে আহ্বান করা নিষিদ্ধ
(১১৬৬) উম্মু আতিয়্যাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বাইআত গ্রহণের সময় একথারও প্রতিজ্ঞা গ্রহণ করেন যে, আমরা শোকে সশব্দে কান্নাকাটি করব না।
عن أم عطية رضي الله عنها قالت : أخذ علينا النبي صلى الله عليه وسلم عند البيعة أن لا ننوح
