ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৬৫
গাল চাপড়ানো ও জাহিলি পথে আহ্বান করা নিষিদ্ধ
(১১৬৫) আবু সায়ীদ খুদরি রা. বলেন, যে মহিলা শোকে শব্দ করে কান্নাকাটি ও শোকপ্রকাশ করে এবং যে মহিলা তা শ্রবণ করে উভয়কে রাসূলুল্লাহ (ﷺ) অভিশাপ দিয়েছেন।
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم النائحة والمستمعة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১১৬৫ | মুসলিম বাংলা