ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৬৪
গাল চাপড়ানো ও জাহিলি পথে আহ্বান করা নিষিদ্ধ
(১১৬৪) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি (বিপদে বা শোকে) গাল চাপড়ায় বা দেহ চাপড়ায়, এবং পোশাকের গলা ছিড়ে ফেলে বা খুলে ফেলে এবং জাহিলি যুগের কোনো বিষয়ের দিকে আহ্বান করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
عن عبد الله رضي الله عنه مرفوعا: ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১১৬৪ | মুসলিম বাংলা