ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৬৩
মৃতের জন্য ক্রন্দন
(১১৬৩) আনাস ইবন মালিক রা. বলেন, আমরা রাসূলুল্লাহ () এর এক কন্যার দাফনে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ () কবরের পাশে বসে ছিলেন । আমি দেখলাম তার চক্ষুদ্বয় থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে।
عن أنس بن مالك رضي الله عنه قال: شهدنا بنتا لرسول الله صلى الله عليه وسلم قال ورسول الله صلى الله عليه وسلم جالس على القبر قال فرأيت عينيه تدمعان
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১১৬৩ | মুসলিম বাংলা